একনজরে জানুন পেকুয়া উপজেলাকে
পেকুয়া উপজেলার মানচিত্র |
২০০২ সালের ২৭ই এপ্রিল তৎকালীন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উদ্বোধন
করেন।
করেন।
পেকুয়া উপজেলা হল চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলারর একটি উপকূলীয় উপজেলা। এর উত্তরে বাশখালী,চকরিয়া,দক্ষিণে মহেশখালী,পূর্বে চকরিয়া উপজেলা এবং পশ্চিমে কুতুবদিয়া দ্বারা বেষ্ঠিত।
এই উপজেলা ২৩ এপ্রিল,২০০২ ইং সালে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়।
উপজেলা পরিচিতি:
এক নজরে পেকুয়া উপজলো
০১। উপজলোর নাম : পেকুয়া উপজেলা০২। উপজলো স্থাপিত তারখি : ২৩ এপ্রিল ২০০২ ইংরেজী
০৩। উপজেলার আয়তন : ১৩৯.৬৮ বর্গ কিঃমিঃ
০৪। ইউনিয়নের সংখ্যা : ০৭ টি
০৫। মৌজার সংখ্যা : ১১ টি
০৬। মোট লোক সংখ্যা : ১,৭৪,৯৬১ জন
(ক) পুরুষ ..............ঃ ৮৮,১২৭ জন
(খ) নারী ................ঃ ৮৬,৮৩৪ জন
০৭। ভোটার সংখ্যা : ৯৪,৩০০ জন
পুরুষ ....................ঃ ৪৮,১৭৪ জন
মহিলা ...................ঃ ৪৬,১২৬ জন
০৮। জনসংখ্যার ঘনত্ব ১,৪৪০ জন (প্রতি বর্গ কিঃমিঃ)
০৯। মোট পরিবারের সংখ্যা ৩১,৮৯৩ টি
১০। মোট জমির পরিমান : ৩৪৫১৭ একর
(ক) কৃষি জমির পরিমান .......ঃ ২০,৪৫৭ একর
(খ) অকৃষি জমির পরিমান .....ঃ ১৩,০৮৮ একর
(গ) চিংড়ি জমির পরিমান ......ঃ ৩৫৫০.৬৫৫হেক্টর
(ঘ) বাগদা চিংড়ি খামারের সংখ্যা ঃ ৭৭৫ টি
(ঙ) বনভূমি ......ঃ ৪০৬০ একর
১১। খাদ্য পরিস্থিতিঃ
(ক) মোট খাদ্য উৎপাদন ঃ ৫০৬০৪ মেঃ টন( চাউল)
(খ) অপচয় বাদে উৎপাদন ঃ ৪৪৭৮৫ মেঃটঃ ”
(গ) চাহিদা ঃ ২৮৯৬৬ মেঃটঃ ”
(ঘ) উদ্বৃত্ত ঃ ১৫৮১৯ মেঃটঃ (চাউল)
১২। কলেজ : ০২টি
১৩। উচ্চ বিদ্যালয় : ০৮টি
১৪। বালিকা উচ্চ বিদ্যালয় : ০২ টি
১৫। জুনিয়র হাই-স্কুল (উজানটিয়া) : ০২ টি
১৬। প্রাথমিক বিদ্যালয় ঃ : ৪৩ টি
(ক) সরকারী ঃ ৪০ টি
(গ) কমিনিউটি ঃ ৩টি
১৭। মাদ্রাসা ঃ
(ক) ফাজিল ...... ঃ ০২ টি
(খ) সিনিয়র ..... ঃ ০৪ টি
(গ) দাখিল ....... ঃ ০৪ টি
(ঘ) কওমী মাদ্রাসা ঃ ১০ টি
(ঙ) এবতেদায়ী (স্বতন্ত্র) ঃ ০৮ টি
(চ) ফোরকানিয়া মাদ্রাসা ঃ ২০৫ টি
(ছ) হাফেজীয়া মাদ্রাসা ঃ ১৭ টি
(জ) নূরানী মাদ্রাসা ঃ ০২ টি
১৮। শিক্ষার হার : ৩৩.৮৭ %
১৯। রাস্তাঘাট ঃ
(ক) পাকা রাস্তা ঃ ৫৮.০০ কিঃ মিঃ
(খ) ইট বিছানো/ এইচ.বি.বি. ঃ ১০৬.০০ কিঃ মিঃ
(গ) কাঁচা রাস্তা ঃ ২৮৬.০০ কিঃমিঃ
(ঘ) গ্রোথ সেন্টার ঃ ০২ টি
(ঙ) ঘাট ঃ ০৫ টি
২০। ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র : ৭১ টি
২১। কিল্লা : ০৫ টি
২২। রেঞ্জ : ০১ টি
২৩। বিট অফিস (বন বিভাগ) : ০৩ টি
২৪। পাঠাগার : ১০ টি
২৫। ইউনিয়ন ভূমি অফিস : ০২ টি
২৬। হাট বাজার : ১৫ টি
২৭। আবাসিক হোটেল : ০১ টি
২৮। আশ্রয় প্রকল্প : ০৫ টি
২৯। দর্শনীয় স্থান : (মগনামা ঘাট, বনকানন(টইটং),বারবাকিয়া রেঞ্জ অফিস
৩০। আবাসন প্রকল্প : ০১ টি
৩১ । কক্সবাজার থেকে পেকুয়ার দুরত্ব : ৮৫ কিঃ মিঃ
৩২। চট্টগ্রাম থেকে পেকুয়ার দুরত্ব : ১১২ কি:মি:
৩৩। পেকুয়া উপজেলা কোড : ৫৬
৩৪। পোস্ট কোড : ৪৬৪১
৩৫। প্রধান পেশা কৃষি, লবণ, মৎস্য।
৩৬। রাবার ড্যাম : ৩ টি
৩৭। ঈদগাও ময়দান :০১ টি
৩৮। উপজেলার ওয়েব সাইট pekua.coxsbazar.gov.bd
৩৯। প্রধান নদী ও খাল : ভোলার খাল ও মাতামুহুরী নদী।
৪০। ক্রীড়া পরিষদ
৪১। ক্রীড়া কমপ্রেক্স : ০১ টি
ইউনিয়নসমূহ:
১। শিলখালী ইউনিয়ন।
২। বারবাকিয়া ইউনিয়ন।
৩। টৈটং ইউনিয়ন।
৪। রাজাখালী ইউনিয়ন।
৫। পেকুয়া সদর ইউনিয়ন।
৬। মগনামা ইউনিয়ন।
৭। উজানটিয়া ইউনিয়ন।
পেকুয়া উপজেলার পটভূমি
পেকুয়া উপজেলা ২০০২ সালের ২৩ শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ২৫ টি ইউনিয়ন হতে ০৭ ইউনিয়ন নিয়ে তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এর প্রচেষ্টায় নবগঠিত পেকুয়া উপজেলার সৃষ্ঠি হয়। তৎকালীন প্রধানমন্ত্রী উক্ত উপজেলার উদ্ভোধন করেন।
সূত্রঃ উপজেলার ওয়েব সাইট