বিয়ের আগে কনে দেখা ইসলাম ধর্মে যে কারণে বৈধ
দেখে নাও, কেননা এতে তোমাদের মাঝে মিল-মুহাববত মজবুত হবে।’ বোঝা গেলো, নির্বাচিত পাত্রীকে দেখে নেয়া মোস্তাহাব। ইমাম তিরমিযী লেখেন, অনেক আলেম বলেছেন বিয়ের পূর্বে কনে দেখাতে কোনো ক্ষতি নেই। শর্ত হলো সতর দেখতে পারবে না। সতর দেখা হারাম।
বিয়ের পূর্বে কনে দেখা : যৌন পবিত্রতা রক্ষার জন্য কোনো প্রকার উদ্যোগ আয়োজন ব্যতিরেকে বিয়ের পূর্বে যথাসম্ভব কনে দেখা যায়। ইসলাম এর অনুমতি দিয়েছে। এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
اذا خطب احدكم المرأة فان استطاع ان ينظر الي ما يدعوه الي نكاحها فليفعل # رواه ابو داود
‘তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাও, সুযোগ হলে তাকে দেখে নাও, যেনো বিয়ের আকর্ষণ সৃষ্টি হয়।’
বোঝা গেলো, বিয়ের পূর্বে শরিয়ত মতে ভদ্রোচিতভাবে দেখে নেয়া যেতে পারে। যাতে মনের দ্বিধাদ্বন্দ্ব ঘুচে যায়, দুশ্চিমত্মা দূর হয়। ভবিষ্যতে স্ত্রীর ব্যাপারে কোনো ওজর আপত্তির অবকাশ না থাকে, যা হবে তার জন্য চরম মনস্তাপের কারণ। বিয়ের পূর্বে দেখে নেয়া খুবই কল্যাণকর এবং ফলপ্রসূ। তাতে বিবাদ-বিসংবাদ কম হয়, বিয়ের উদ্দেশ্য সাধিত হয়। একেবারে নিজেই দেখতে হবে তেমন কোনো কথা নেই। আস্থাভাজন কেউ দেখে নিলেই হলো, তার কথার ওপর ভরসা করেও বিয়ে করা যায়। আলোচ্য হাদিস থেকে বোঝা যায়, প্রয়োজনীয় তথ্যও জিজ্ঞাসা করা যেতে পারে। ধনসম্পদ, বংশ-গৌরব, জ্ঞানগুণ, মেধা-প্রতিভা, দীনদারি বা অন্যকিছু; যাতে সম্পূর্ণ আস্বসত্ম হওয়া যায়, দ্বিধাদ্বন্দ্ব দূর হয়।
কনে দেখার ব্যাপারে নববি পরামর্শ : হযরত মুগিরা বিন শোবা রাযি. বলেন, আমি বিয়ে করতে যাচ্ছি শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখে নিয়েছো কিনা? মুগিরা বলেন, না, দেখিনি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
فانظر اليها فانه احري ان يدوم بينكما # رواه الترمذي
‘দেখে নাও, কেননা এতে তোমাদের মাঝে মিল-মুহাববত মজবুত হবে।’ বোঝা গেলো, নির্বাচিত পাত্রীকে দেখে নেয়া মোস্তাহাব। ইমাম তিরমিযী লেখেন, অনেক আলেম বলেছেন বিয়ের পূর্বে কনে দেখাতে কোনো ক্ষতি নেই। শর্ত হলো সতর দেখতে পারবে না। সতর দেখা হারাম। ইমাম আহমদ, ইসহাক একই কথা বলেন।
ইমাম তিরমিজী আরো লেখেন, ان يدوم بينكما অর্থ হলো—তোমাদের মাঝে মুহাববত ভালোবাসা সুদৃঢ় হবে। হযরত আবু হুরায়রা রাযি. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ ইচ্ছুক এক লোককে জিজ্ঞাসা করলেন,انظرت اليها ؟ তুমি দেখে নিয়েছো কিনা? জবাবে তিনি বলেন, না, দেখিনি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
اذهب فانظر اليها فان في اعين الانصار شيئا # رواه مسلم
‘যাও, দেখে নাও, কেননা আনসারী মেয়েদের চোখে কিছু আছে।’
মূল- মাওলানা জফিরুদ্দিন
অনুবাদ- মাওলানা মিরাজ রহমান
অনুবাদ- মাওলানা মিরাজ রহমান
No comments