Header Ads

Header ADS

স্বর্ণের আংটি ব্যবহার করা কি জায়েজ?

ইবনে ওমর [রা.] বলেন, রাসুল [সা.] একবার একটি স্বর্ণের আংটি তৈরি করান। তিনি তা ডান হাতে পরতেন। তার দেখাদেখি সাহাবায়ে কেরামও [রা.] স্বর্ণের আংটি পরিধান শুরু করেন। এক পর্যায়ে রাসুল [সা.] তার স্বর্ণের আংটি খুলে ফেলেন। এবং বলেন, আমি আর কখনো স্বর্ণের আংটি পরবো না।

ইবনে ওমর [রা.] বলেন, রাসুল [সা.] একবার একটি স্বর্ণের আংটি তৈরি করান। তিনি তা ডান হাতে পরতেন। তার দেখাদেখি সাহাবায়ে কেরামও [রা.] স্বর্ণের আংটি পরিধান শুরু করেন। এক পর্যায়ে রাসুল [সা.] তার স্বর্ণের আংটি খুলে ফেলেন। এবং বলেন, আমি আর কখনো স্বর্ণের আংটি পরবো না। এরপর সাহাবায়ে কেরামও স্বর্ণের আংটি খুলে ফেলেন। (শারহুস সুন্নাহ, হাদিস-৩১২৯)
ইসলামের প্রথম যুগে পুরুষের জন্যে স্বর্ণের আংটি পরিধান বৈধ ছিলো। পরে তা রহিত হয়ে যায়। (শামায়েলে তিরমিজি-৮১)

No comments

Powered by Blogger.