Header Ads

Header ADS

মগনামা গ্রীণ পার্ক, পেকুয়া, কক্সবাজার (ভিডিও)

 


বিস্তৃত জমি চারদিকে সবুজের সমরোহের মধ্যে ২ একরের এক বিশাল দিঘী। এর শান বাধাঁনো ঘাটে বাঁধা দুটি প্যাডেল বোট। জলের উপরই উম্মুক্ত মঞ্চ আর দিঘীর মাঝে পানির ফোয়ারা। বাধেঁ জুই, চামেলী, হাসনাহেনা, গোলাপ, রজনীগন্ধা, গাঁদাসহ নানা প্রজাতির ফুলের বাগান। সুবাসিত ফুলের বাগানের মাঝে মাঝে বসার বেঞ্চ। বাগান থেকেই অল্প দূরেই বইপ্রেমীদের জন্য পাঠাগার। তারই বিপরীতে কফিশপ। সামনে শিশুদের জন্য খেলার ব্যবস্থা। এর একটু দূরেই ওয়াশ রুম। চলাচলের জন্য ওয়াক ওয়ে। রাতের আধারে জলে লাল, নীল, হলুদ বেগুনী রংয়ের নীয়ন বাতি। আছে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৫ একর জমিতে এমন অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ‘গ্রীণ পার্ক’ নির্মাণ করছে উপজেলা প্রশাসন। ধীরে ধীরে এটিকে পিকনিক স্পট কিংবা পর্যটন স্পটে রুপান্তর করার পরিকল্পনাও রয়েছে ইউনিয়ন পরিষদের। আমার চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করুন। এরপর বেল আইকন বাটনে ক্লিক করুন। আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করতে সহায়তা করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার ইউটিউব চ্যানেল বা জিমেইল অ্যাকাউন্টে অবশ্যই সাইন-ইন থাকা লাগবে।

No comments

Powered by Blogger.