05 March 2017

২০১৭ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার রুটিন ডাউনলোড করে নিন।



২০১৭ সালের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচী প্রকাশ হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুসারে তত্ত্বীয় বিষয় সমূহের পরীক্ষা ২রা এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৫ মে পর্যন্ত। এরপর ১৬ থেকে ২৫ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

০২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচী অনুমোদন করে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। 

গত বছরের এইচএসসি সমমান পরীক্ষার সময়সূচির তুলনায় এবার পরীক্ষায় সময় কমেছে ২৪ দিন। গত বছর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে চলে ৯ জুন পর্যন্ত। অর্থাৎ ৬৮ দিনব্যাপী পরীক্ষা নেওয়া হয়। এবার এই পরীক্ষার সময় কমিয়ে ৪৪ দিনে করা হয়েছে। এতে সময় কমেছে ২৪ দিন।

এইচএসসি সমমান পরীক্ষা ২০১৭ এর নির্দেশনাঃ এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।

যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।

পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে সূচিতে বলা হয়েছে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসি জনিত প্রতিবন্ধী ও যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ধরনের  পরীক্ষার্থী ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক ও ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পলসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় ও পরীক্ষার কক্ষে অভিভাবক বা শিক্ষক বা সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার গ্যাপ কমিয়ে আনা হচ্ছে। এবার এসএসসি পরীক্ষা ১০ দিন কমিয়ে আনা হয়েছে। ভবিষতে সময়ের পার্থক্য আরও কমে আসবে।

ভবিষ্যতে দিনে দুই বেলা পরীক্ষা নেওয়ার জন্য অভিভাবকদের প্রস্তুত হতে বলেছেন শিক্ষামন্ত্রী।

আপনাদের সুবিধার্থে উক্ত পরীক্ষার সময়সূচি নিচে তুলে দেওয়া হলোঃ 
(বিঃ দ্রঃ আমার এই পোস্টি ভালো লাগলে সোয়ার করতে পারেন)।

২০১৭ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচীঃ


পৃষ্ঠা- ১
পৃষ্ঠা- ২
পৃষ্ঠা- ৩

২০১৭ সালের আলিম পরীক্ষার সময়সূচীঃ

২০১৭ সালের ভোকেশনাল পরীক্ষার সময়সূচীঃ


২০১৭ সালের ব্যাবসায় ব্যবস্থাপনা পরীক্ষার সময়সূচীঃ


২০১৭ সালের ডিপলমা-ইন-কমার্স পরীক্ষার সময়সূচীঃ