সাপ বা সাপ আকৃতির কোনো প্রানী স্বপ্নে দেখলে কী হয়?
সাধারণত কেউ ক্ষতি করতে পারে- মনের মধ্যে এরূপ দুশ্চিন্তা থাকলে তা থেকেই সাপ, কুকুর, চেলা, বিচ্ছু ইত্যাদি দেখার স্বপ্ন ঘটে থাকে। তাছাড়া শয়তানও মানুষকে পেরেশান করার জন্য এরূপ স্বপ্ন দেখিয়ে থাকে। দুশ্চিন্তার কোনো কারণ আছে বলে মনে হয় না।
স্বপ্ন : ৫. ৪. ২০১৫ তারিখে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে রোজা অবস্থায় ঘুমিয়েছিলাম। স্বপ্নে দেখছি, আমার ফ্ল্যাটে সামনের রুমে একটা নিচু খাট আছে, সেই খাটের পশ্চিম পাশে একটা কালো মোটা চকচকে সাপ গোল হয়ে বসে আছে। আমরা পাশেই আছি কিন্তু কেউ ভয় পাচ্ছি না। একজন এসে সাপটাকে লাঠি দিয়ে সরাতে চাইলো। মাথাটা খাটের উপরে উঠিয়ে ফেললো, তারপরও গেলো না। আবার মাথাটা নিচে নামিয়ে গোল হয়ে বসে রইলো। পাশেই দেখি চেলার মতো বড় একটা প্রাণী, সেটা চেলাও না আবার লাল কেঁচোও না, এই ধরনের একটা জিনিস। সেটাও খুব মোটাতাজা। আমার স্বপ্নের তাবিরটা কী?
ব্যাখ্যা : সাধারণত কেউ ক্ষতি করতে পারে- মনের মধ্যে এরূপ দুশ্চিন্তা থাকলে তা থেকেই সাপ, কুকুর, চেলা, বিচ্ছু ইত্যাদি দেখার স্বপ্ন ঘটে থাকে। তাছাড়া শয়তানও মানুষকে পেরেশান করার জন্য এরূপ স্বপ্ন দেখিয়ে থাকে। দুশ্চিন্তার কোনো কারণ আছে বলে মনে হয় না।
স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেছে : মাওলানা হেমায়েত উদ্দীন
No comments