ইভটিজিং ঠেকাতে চাই সামাজিক প্রতিরোধ
hmriaz.blogspot.com
অনৈতিক ও কুরুচিপূর্ণ সামাজিক ব্যাধিগুলোর একটি হচ্ছে ইভটিজিং|সরকার ইভটিজিং প্রতিরোধে নানামুখি পদক্ষেপ নিয়েছে!কিন্তু বাস্তবতা হচ্ছে পরিস্তিতির কোন উন্নতি হয়নি এখনো|বরং সমস্যার মাত্রা দিন দিন বেড়েই চলেছে|বছর কয়েক ধরে ত্র্যাকশন ব্যাটালিয়ন-পুলিল এর বিশেষ অভিযানেও বখাটের উত্পাত কমাতে পারেনি|ইভটিজিং এর বিশাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে তরুণী থেকে শুরু করে সব বয়সের নারী| ইতিমধ্যে ইভটিজিং য়ের শিকার হয়ে অসংখ্য নারী আত্ন্যহত্যার পথ বেছে নিয়েছে|অনেকে হয়েছে মানসিক বৈকল্যের শিকার|অনেকে বখাটে উত্পাত্ থেকে আন্ত্যরক্ষার নিমিত্তে শ্বেচছায় বেছে নিয়েছে গৃহবন্দিত্বের দুর্বিষহ জীবন|এককথায় বর্তমানে সামাজিক শৃঙ্গলার প্রতি মহা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইভটিজিং
ইভটিজিং ঠেকাতে চাই সামাজিক প্রতিরোধ
অনৈতিক ও কুরুচিপূর্ণ সামাজিক ব্যাধিগুলোর একটি হচ্ছে ইভটিজিং|সরকার ইভটিজিং প্রতিরোধে নানামুখি পদক্ষেপ নিয়েছে!কিন্তু বাস্তবতা হচ্ছে পরিস্তিতির কোন উন্নতি হয়নি এখনো|বরং সমস্যার মাত্রা দিন দিন বেড়েই চলেছে|বছর কয়েক ধরে ত্র্যাকশন ব্যাটালিয়ন-পুলিল এর বিশেষ অভিযানেও বখাটের উত্পাত কমাতে পারেনি|ইভটিজিং এর বিশাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে তরুণী থেকে শুরু করে সব বয়সের নারী| ইতিমধ্যে ইভটিজিং য়ের শিকার হয়ে অসংখ্য নারী আত্ন্যহত্যার পথ বেছে নিয়েছে|অনেকে হয়েছে মানসিক বৈকল্যের শিকার|অনেকে বখাটে উত্পাত্ থেকে আন্ত্যরক্ষার নিমিত্তে শ্বেচছায় বেছে নিয়েছে গৃহবন্দিত্বের দুর্বিষহ জীবন|এককথায় বর্তমানে সামাজিক শৃঙ্গলার প্রতি মহা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইভটিজিং
No comments