পেকুয়ার উজানটিয়া করিমদাদ মিয়ার ঘাট (ভিডিও)
উজানটিয়া জেটিঘাট করিমদাদ মিয়ার ঘাট হিসাবে অধিক পরিচিতি। ১৯৯৫ সালে তৎক্ষালীন বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী সালাউদ্দিন আহমদ এলজিইডির মাধ্যমে ঘাটটি নির্মাণে সহযোগিতা করেন। পেকুয়ার উজানটিয়ার সাথে মাতারবাড়ি-মহেশখালীর যোগাযোগ ব্যবস্থার জন্য অন্যতমও ঘাটটি। উপকূলীয় এলাকার লোকজন লবণ ও মৎস্য পরিবহনের ঘাটটি ব্যবহার করে থাকে।
মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মগনামায় নির্মিতব্য সাবমেরিন ঘাঁটি ও করিয়ারদিয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও উপকূলীয় এলাকায় মৎস্য প্রজেক্টসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে ঘাটটি।
সম্প্রতি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ ও করিয়ারদিয়ার বিদ্যুৎ প্রকল্পের অনেক মালামাল ও দেশী বিদেশী প্রকৌশলীরা পারাপারে এ ঘাঁট ব্যবহার করছেন। তাছাড়া করিয়ারদিয়া ও উজানটিয়ায় উৎপাদিত লবন ও মাছ এঘাট দিয়েই নদীপথে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। নিলাম ডাকের মাধ্যমে সরকার নিদৃষ্ট পরিমাণ রাজস্ব আদায় করে থাকে।
এ ঘাটটি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে বসে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রতিদিন বিকেলে কয়েকশ দর্শনাথী আসেন।
No comments