বান্দরবনের থানচি-আলীকদমের ৩৩ কিমি এর এই রোড়টি আবার ডিম পাহাড় নামে বেশি পরিচিত ।
#থানচিথেকে পাহাড়ের পাশ কেটে উঠে গেছে উচু থেকে উচুতে । এই রাস্তা থেকে আপনি যেদিকে থাকান শুধু সবুজ আর সবুজ । আপনার মনে হবে আপনি যেন মেঘের উপর ভাসছেন। নিচের ঘরবাডি দেখলে মনে হবে যেন ছোট ছোট খেলনার ঘরবাড়ি এমনকি শংখ নদীকে ও দেখতে মনে হবে সাপের মত ।
#বান্দরবনথেকে সরাসরি রিজার্ভ গাড়ি নিয়ে ও যেতে পারেন বা বাসে করে থানচি এসে থানচি থেকে মোটর সাইকেলে আলীকদম যেতে পারেন ।
#আলীকদমথেকেও যেতে পারেন । তবে সবচেয়ে বেশি ভাল হয় সাইকেল কিংবা মোটর সাইকেলে করে যেতে পারলে । আলীকদমে আপনি মোটর সাইকেল ভাড়া পাবেন ।শুধুমাত্র যারা আগে পাহাড়ে ঘুরার অভিজ্ঞতা আছে তারাই যাবেন । যাদের উচু থেকে নিচের দিকে দেখলে মাথা ঘুরে বা যে কোন কিছুতে ভয় পান তাদের না যাওয়াই ভাল, যাদের হার্টের সমস্যা আছে তারা ও এভয়েড করতে পারেন ।
বিঃদ্রঃ কোথাও ঘুরতে গেলে খেয়াল রাখবেন আপনার দ্বারা বা আপনার সাথে যারা যাবে তাদের দ্বারা উক্ত স্থানের কোন ধরণের যেন ক্ষতি না হয়, যে কোন ধরণের উচ্ছিষ্ট (প্যাকেট/বোতল) যেখানে যেখানে না ফেলে সাথে করে নিয়ে আসবেন।
ছবি ও লেখা : সংগ্রহীত