কে এই রিসেপ তায়িপ এই এরদোয়ান
কি তার পরিচয়ঃ
রিসেপ
তায়িপ এরদোয়ান (অন্যান্য
উচ্চারণ: রেসেপ
বা রেসিপ তায়্যিপ এরদোগান, রেজেপ/রেচেপ তাইপে এরদোহান এবং
রজব তৈয়ব এরদোগান)
(তুর্কি উচ্চারণ: [ɾeˈd͡ʒep
tajˈjip ˈæɾdo.an] জন্মঃ
২৬ ফেব্রুয়ারি ১৯৫৪) হলেন তুরস্কের ১২
তম রাষ্ট্রপতি যিনি ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ২০০১ সালে তিনি একে পার্টি
(জাস্টিস অ্যান্ড
ডেভেলাপমেন্ট পার্টি বা
একেপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যেই দলটি জনসমর্থনের মাধ্যমে এক
নম্বর অবস্থানে চলে আসে। দলটি ১৯৮৪ সালের পর প্রথমবার তুরস্কের ইতিহাসে একদলীয় দল
হিসেবে এবং পরপর ৪ বার (২০০২, ২০০৭,
২০১১,২০১৪) সাংসদীয় নির্বাচনে বিজয়ী হয়।
রাষ্ট্রপতি হবার পূর্ব পর্যন্ত তিনি ক্ষমতাসীন এই দলের সভাপতি ও প্রধান দলনেতা
হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতির
দায়িত্ব গ্রহণের পুর্বেও ২০০৩ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত তুরষ্কের প্রধানমন্ত্রী
হিসেবে এবং তার পূর্বে ১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র
হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে বানিজ্যিক প্রবেশাধিকারের চুক্তি, বিগত দশবছর ধরে চলাকালীন মুদ্রাস্ফীতি
নিয়ন্ত্রণ ও তুর্কি লিরার (তুর্কি মুদ্রা) মুল্য পুনর্নিধারণ, সুদের হার কমানো,অতীতে অট্টোমান শাসনাধীন
দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও বিশ্বমহলে নেতৃস্থানীয় ও সৌহার্দ্যপুর্ণ রাষ্ট্র
হিসেবে প্রতিষ্ঠাপ্রাপ্তিকে মুল লক্ষ্য রেখে বৈদেশিক নীতি গ্রহণ (নবতুর্কীয়বাদ), বিরোধী বিক্ষোভকারীদের সফলভাবে নিয়ন্ত্রণ
প্রভৃতি কারণে বিশ্বমহলে তিনি ব্যাপকভাবে প্রশংসিত।