আসল এবং নকল স্যামসাং মোবাইল চেনার সহজ উপায়
সঠিক স্যামসাং (original samsung) মোবাইল চেনার সহজ উপায় উপায়ঃ
কিভাবে আসল এবং নকল Samsung Mobile স্যামসাং চিনবেন? কেননা বাজারে অরিজিনাল আর ক্লোনের ছড়াছড়ি। তাই অরিজিনাল স্যামসাং আর নকল ক্লোন স্যামসাং যাতে চিনতে পারেন তাদের জন্য এই পোষ্ট। আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি অরজিনাল নাকি ক্লোন। যাক কাজের কথায় আসি: ১. অরজিনাল নাকি ক্লোন যে ফোনটি চেক করতে চান সেটি হাতে নিন এবং ডায়াল করুন *#0*# ২. তারপর কিছু বাটন দেখতে পাবেন , সেখান থেকে সেন্সর (Sensor) লিখাতে টাচ করুন ৩. এবার উপরে ডান পাশে ইমেজ টেস্ট (Image Text ) লিখাটাতে টাচ করুন ৪. টাচ করার পর যদি পিচ্ছি কুকুর ছানার মতো ছবি আসে (ছবিতে যেটা দেওয়া আছে ) তাহলে এটা জেনুইন ৫. আর যদি ফুল, প্রকৃতি কিংবা জেব্রা আসে তাহলে বুঝতে হবে এটা ক্লোন ডিভাইস তাহলে আর দেরী কেন এখনই চেক করুন আপনার হাতে থাকা স্মার্টফোনটি আর কমেন্ট করে জানান আপনার ফোনটি অরজিনাল কিনা।
আর মাস্ট বি শেয়ার করবেন।
এই ছবিটি ডাউনলোড করে রাখলে যে কোন সময় কাজে আসতে পারে।
No comments:
Post a Comment